স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

স্ত্রী হত্যার দায়ে মো রিয়াজ হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক ফেরদৌস আরা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রিয়াজ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র পিপি খন্দকার আরিফুল আলম জানান, স্ত্রী হত্যার দায়ে রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, পতেঙ্গা থানার খালপাড় এলাকার শাহাজাহান গলিতে ২০১৪ সালের ৯ জানুয়ারি স্ত্রী রুমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় রুমার পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ছয় জনের সাক্ষ্য থেকে আদালত এ রায় প্রদান করেন।