রাজধানীর জুরাইনে জুতার কারখানায় আগুন

রাজধানীর জুরাইনে জুতার কারখানায় আগুন

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ্-দ্বীন হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট। রবিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনও খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুরাইনে আদ্-দ্বীন হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।