মাগুরায় বিজয় দিবস উদযাপন

মাগুরায় বিজয় দিবস উদযাপন

মাগুরায় বিজয় দিবস উদযাপন

বিজয়ের ৫০ বছর পূর্তিতে মাগুরায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে শহরের নোমানী মায়দানে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সকাল থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের ডালা নিয়ে শহীদ বেদীতে উপস্থিত হয়। ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা ও দোয়া মাহফিল।