রাজধানীতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

রাজধানীতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর রূপনগর ও উত্তরা  এলাকায় পৃথক অভিযান  চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা  হচ্ছে, মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২), তার সহযোগী মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)।

এসময় তাদের কাছ থেকে ভূয়া পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সীম এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

আজ রাজধানীর  কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে  এ তথ্য জানান র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক)  অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

এসময় এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান, র‌্যাব-৪ এর  সিনিয়র এসপি সাজেদুল ইসলাম সজল, এসপি জয়িতা শিল্পী, এএসপি মিডিয়া মো. মাজহারুল ইসলামসহ র‌্যাবের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাসহ র‌্যাবের গনমাধ্যম শাখার অন্যান্য উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সূত্র: বাসস