মধ্যরাতে লঞ্চে ভয়াবহ আগুন, ১২ জনের মরদেহ উদ্ধার

মধ্যরাতে লঞ্চে ভয়াবহ আগুন, ১২  জনের মরদেহ উদ্ধার

সংগৃহীত

ঝালকাঠিতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত তিনটার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। সে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চের দুই শতাধিক যাত্রী দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (বরিশাল) কামাল উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত বারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। 

এদিকে আগুনের ঘটনায় দগ্ধদের বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বরিশালের বার্ন ইউনিট বন্ধ থাকায় সেখানে দগ্ধ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।