ভারতকে হারাল পাকিস্তান যুবারা

ভারতকে হারাল পাকিস্তান যুবারা

ফাইল ছবি

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে ২ উইকেটে হারল পাকিস্তান যুবারা। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে নিল পাকিস্তান।

দুবাইয়ের আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয় ভারত। জবাবে ৮ উইকেট হারালেও ইনিংসের একদম শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করে পাকিস্তান।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার হার্নুর সিং বাদ দিলে বাকিরা দুই অঙ্কের রানই পেরোতে পারেননি। ১০০ রানের মাথায় পাঁচ উইকেট হারায় ভারত। হার্নুর ৪৬ রানে ফেরার পর আরাধ্য যাদব এবং কৌশল তাম্বে ভারতীয় ইনিংসের হাল ধরেন। অর্ধশতরান করেন আরাধ্য। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ২৩৭ রান তুলতে পারে ভারতের যুবারা।

জবাবে পাকিস্তানের ওপেনার আব্দুল বঙ্গালজাই শুরুতেই ফিরে যান। তবে পাক দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন মাজ সদাকত এবং মহম্মদ শেহজাদ। এক দিকে শেহজাদ ধরে থাকেন ইনিংস। উল্টো দিকে পাকিস্তানের একের পর এক ব্যাটার এসে ফিরে গেলেও প্রত্যেকেই প্রয়োজনীয় অবদান রেখে যান। ইরফান খান ৩৩, রিজওয়ান মাহমুদ ২৯ রান করেন। শেহজাদ আউট হন ৮২ রানে।

তবে ভারতকে হারাতে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রানের। প্রথম বলেই জিসান জামিরকে আউট করেন রবি কুমার। তবে পরের চার বল থেকে চলে আসে ৬ রান। তাই শেষ বলে প্রয়োজন হয় বাকি ২ রান। সেখানে বাউন্ডারি হাঁকিয়েই ম্যাচ জিতে নেন আহমেদ খান। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে।