চিরকুমার জয়নাল হাজারীর সম্পদের উত্তরাধিকারী যারা

চিরকুমার জয়নাল হাজারীর সম্পদের উত্তরাধিকারী যারা

জয়নাল আবেদীন হাজারী

প্রয়াত রাজনীতিক নেতা জয়নাল আবেদীন হাজারী চিরকুমার ছিলেন। তার সব স্থাবর-অস্থাবর সম্পদের ভাগিদার হবেন ভাতিজা, ভাতিজি ও ভাগিনা-ভাগ্নিরা। তবে তার ৬০ শতকের মুজিব উদ্যান থাকবে অখণ্ড। স্মৃতিরক্ষায় শৈলকুটির থাকবে অখণ্ড।

জয়নাল হাজারীর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু জানান, উত্তরাধিকার সূত্রে হাজারী ভাইয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবেন তার ভাই-বোন।

ফেনী শহরের মাস্টারপাড়ার মুজিব উদ্যানে জয়নাল হাজারীকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ জায়গা অখণ্ড রাখার জন্য তিনি মৃৃত্যুর আগে ওসিয়ত করে যান। 

জয়নাল হাজারীর পৈত্রিক সূত্রে মালিকানা পাওয়া ৩ শতাংশ জায়গায় ভবন রয়েছে। শহরের পেট্রোবাংলায় ৩০-৩৫ শতাংশ জায়গা, রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাট রয়েছে। যেটি তিনি জীবিত থাকাবস্থায় ছোট বোন খোদেজা হাজারীকে দান করেছেন। রাজধানীতে মুক্তিযোদ্ধা কোটায় তার নামে একটি প্লট রয়েছে।