মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনায় আক্রান্ত

মহারাষ্ট্রের ১০ মন্ত্রী, ২০ বিধায়ক করোনায় আক্রান্ত

উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার

ভারতের মহারাষ্ট্রের অন্তত ১০ জন মন্ত্রী ও ২০ জনেরও বেশি বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সংবাদমাধ্যমকে এ খবর জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমণ হয়েছে ২২ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত ১৪৩১। সংক্রমণে সবার আগে মহারাষ্ট্র।

বিধায়ক-মন্ত্রীদের সংক্রমিত হওয়ার পর উপ-মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যে যদি করোনার রোগীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে আরও বিধিনিষেধ জারি করতে পারে সরকার।

তিনি বলেন, ‘আমরা বিধানসভা অধিবেশন কাটছাঁট করেছি। এখনো পর্যন্ত ১০ জন মন্ত্রী এবং ২০ জনের বেশি বিধায়কের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৮৬০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের তুলনায় ৫০ শতাংশ বেশি। শুক্রবার সেই রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।

সূত্র : আজকাল, ইন্ডিয়ান এক্সপ্রেস