আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

ফাইল ছবি

ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের আজই শেষ দিন। বিকেলে ৫টা পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। যদিও নির্ধারিত নিয়মে রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতাদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় আজ (রোববার) পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সরকারি ছুটি দিন হওয়ায় এমন সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করেছিল প্রতিষ্ঠানটি।

দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। আর এখন পর্যন্ত সাড়ে ২১ লাখ করদাতার রিটার্ন দাখিল করেছেন।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।