চীনের ফুটবলারেরা উল্কি রাখতে পারবেন না

চীনের ফুটবলারেরা উল্কি রাখতে পারবেন না

চীনের ফুটবলারেরা উল্কি রাখতে পারবেন না

চীনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেহে কোনো ধরনের ট্যাটু বা উল্কি থাকলে তা মুছে ফেলা এবং নতুন ট্যাটু না করার নির্দেশ দিয়েছে দেশটির ক্রীড়া প্রশাসন৷অবশ্য এই নিষেধাজ্ঞার আগে থেকেই  মাঠে নামার সময় ফুটবল খেলোয়াড়েরা লম্বা হাতার জার্সি পরতো বা হাতে ব্যান্ডেজ বেঁধে রাখতো, যাতে ট্যাটু দেখা না যায়৷

চলতি সপ্তাহে চীনের ক্রীড়া প্রশাসন এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় দলের ফুটবলারেরা এখন থেকে কোনভাবেই ট্যাটু করাতে পারবেন না৷ যাদের ট্যাটু আছে তাদের সেটা মুছে ফেলতে হবে৷ তবে বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণের সময় এবং প্রতিযোগিতা চলাকালে দলের অনুমতি সাপেক্ষে ট্যাটু ঢাকা যায় এমন পোশাক পরতে পারে ফুটবলাররা৷ এমনকি জাতীয় অনূর্ধ্ব-২০ দলের তরুণ ফুটবলারদের কারো ট্যাটু থাকলে তাকে দলে কোনভাবেই নেয়া যাবে না’’

নতুন এই নিয়মের ব্যাপারে ক্রীড়া প্রশাসনের সঙ্গে একমত নন ভক্তরা৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কঠোর সমালোচনা চলছে৷ ক্ষোভ জানিয়ে ভক্তরা বলছেন, ‘আমরা কি ভালো ফুটবলার চাই, নাকি কোনো সন্ন্যাসী চাই?' ‘আমরা কি তাহলে বলতে পারি যে, এক্ষেত্রে কেবল পার্টির সদস্যরাই ফুটবল খেলবে?' ভক্তরা বলছেন, ফুটবলের চেয়ে এখানে রাজনীতি প্রাধান্য পাচ্ছে৷

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন গত কয়েক বছর ধরে জাতীয় দলের খেলোয়াড়দের ট্যাটু ঢাকা যায় এমন পোশাক পরে খেলার নির্দেশ দিয়েছে৷ আর তরুণ ফুটবলারদের সামরিক প্রশিক্ষণ নিতে হচ্ছে, শেখানো হচ্ছে মার্ক্সবাদ ৷গত বছর একটি বিশ্ববিদ্যালয়ে নারীদের ফুটবল ম্যাচ এই কারণ দেখিয়ে বাতিল করা হয়, যে কয়েকটি মেয়ের চুল রঙিন ছিল৷

২০২১ সালে চীনে ‘অ্যাবনরমাল অ্যাথলেটিক্স’ বন্ধ ঘোষণা করা হয়েছে৷ এছাড়া বন্ধ করা হয়েছে রিয়ালিটি ট্যালেন্ট শো৷ সম্প্রচার নির্দেশে বলা হয়েছে কোন অশ্লীল কিছু টিভিতে দেখানো যাবে না৷

সূত্র : ডয়েচে ভেলে