পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

পাবনায় সমাজসেবা দিবসে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

 “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা” এই প্রতিপাদ্যে পাবনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্তৃক সমাজ সেবা দিবসে মুজিববর্ষ উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাঝে ৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে শহীদ আমিন উদ্দিন স্টোডিয়ামে জেলার ৭শ’ ২০ জনের মাঝে ১ হাজার করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা অনুদান  দেয়া হয়।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবির’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক খন্দকার সারওয়ার হোসেন, সহকারী পরিচালক আশাফুদ্দৌলা, সমাজ সেবা অফিসার শারমিন জাহান রিতা, প্রভেশন অফিসার পল্লব ইবনে শায়েখ, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহজাহান মামুন, আইলা সমাজকল্যাণ সংগঠনের আওয়াল কবির জয়, প্রতিশ্রুতির প্রতিনিধি মনির হোসেন, আসিয়াবের প্রতিনিধি আব্দুস সামাদ , হিজড়া জনগোষ্টির পক্ষে মিতুল  প্রমুখ।

অনুষ্ঠনে বক্তারা বলেন, টেকশসই উন্নয়নে দেশের সকল শ্রেণির পেশার মানুষকে সার্বিক সহযোগিতা করতে সরকার নানা কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই অনুদান। পাবনায় ১ লাখ ৫৭ হাজার মানুষকে ১ শ’ ১০ কোটি ভাতা দেয়া হয়। শেখ হাসিনার সরকার দেশের সকল শ্রেণির পেশার মানুষকে সার্বিক সহযোগিতায় সচেষ্ট রয়েছে।