ভারতে কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু

ভারতে কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু

সংগৃহীত

আজ সোমবার থেকে ভারতে পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন ভ্যাকসিন নেওয়ার জন্যে রাত পর্যন্ত কো উইন আপে আবেদন করেছে আট লক্ষ কিশোর-কিশোরী। প্রত্যেককে ভারত বায়োটেক এর কোভ্যাকসিন দেওয়া হবে।

কো উইন ছাড়াও স্পট রেজিস্ট্রেশন এর ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন টিকা দান কেন্দ্রে লাইন পড়ে গেছে। কিশোর-কিশোরীদের মধ্যে টিকা নেওয়ার উৎসাহ চোখে পড়ার মত। কলকাতায় পুরসভার উদ্যোগে বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রী দের টিকা দেওয়া শুরু হয়েছে।