বেড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ

বেড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ

বেড়া উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শেষ

পাবনার বেড়া উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ। সোমবার প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ভোটারদের পা ছুঁয়ে ভোট ভিক্ষা করেছেন। সবাই জনগণের সেবক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেছেন। এলাকাবাসীও দেখতে চান বিজয়ীরা তাদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু পালন করেন। তবে কোন বিতর্কিত ব্যক্তিকে ভোট দিবে না ঘোষণাও দিয়েছেন বিভিন্ন ইউনিয়নের ভোটাররা।

এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থী বিশাল শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন। তবে কোন অভিযোগের ভিত্তি খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তদন্ত শেষে অধিকাংশ অভিযোগকে কর্তৃপক্ষ নাটক, ফলস বলে অভিহিত করেছেন।

আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে উপজেলার সাতটি ইউনিয়নের এ নির্বাচন। ইউনিয়নগুলো হলো-হাটুরিয়া-নাকালিয়া, কৈটোলা, চাকলা, নতুন ভারেঙ্গা, জাতসাকিনী, রুপপুর ও ঢালারচর ইউনিয়ন। এ  উপজেলার দু’টি ইউনিয়ন পুরারভারেঙ্গা এবং মাশুন্দিয়া ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এখন সাত ইউপিতে নির্বাচনকে ঘিরে ভোটাররা প্রার্থী বাছাইয়ে চুলচিরা বিশ্লেষণ করছেন। দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী, জনপ্রিয়তা কম এমন প্রার্থী হওয়ায় উপজেলার একাধিক ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা পিছিয়ে রয়েছেন।

উপজেলার সব ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীই আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন বলে অধিকাংশ ভোটার এ মন্তব্য করেন। 

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার  জানান, এ উপজেলার সাতটি ইউনিয়নে ১ লাখ ৬৮ হাজার ৬৮৩ জন ভোটার ৯০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান,‘সাত ইউপিতেই সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা আরাম আয়েশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই  প্রত্যাশা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের ব্যবস্থ নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুস সবুর জানিয়েছেন।