আদ্-দ্বীন হাসপাতালে স্বল্প মূল্যে মিলছে হৃদরোগের চিকিৎসা সেবা

আদ্-দ্বীন হাসপাতালে স্বল্প মূল্যে মিলছে হৃদরোগের চিকিৎসা সেবা

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের করনারী কেয়ার ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্তদের সেবা দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশে অত্যাধুনিক করনারী কেয়ার ইউনিটে সাধ্যের মধ্যে মানসম্মমত চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের সার্বক্ষণিক তত্বাবধানে সেবায় সন্তুষ্ট রোগী ও স্বজনরা।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর স্বজন সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কথায় আছে হাসপাতালে নিয়ে গেলে মানুষের গলা কাটা হয়। কিন্তু আদ্-দ্বীন হাসপাতালে অন্তত গলা কাটা হবে না। আর এখানে সেবার মানও অনেক ভালো।’

অন্য আরেক রোগীর স্বজন জানান, সিসিইউতে আনার পরে এখানে ট্রিটমেন্ট ভালোই চলছে। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম এখানকার ডাক্তার, নার্সদের সেবার মান খুবই ভালো।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের করনারী কেয়ার ইউনিটে রোগীরা ডাক্তার কনসালটেন্সী, ডাক্তার ভিজিট, ক্যাথডর, ন্যাবুলাইজার, আইপি ক্যানোলা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে। এছাড়াও ইনটুবিশনের জন্য নামমাত্র মূল্যে নির্ধারণ করা হয়েছে।

করনারী কেয়ার ইউনিটের বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ নাজমুল হাসান বলেন, ‘হার্ট এ্যাটার্ক এবং অন্যান্য একিইউট ইমার্জেন্সির জন্য আমরা করনারী কেয়ার ইউনিট শুরু করেছি। এখানে ২৪ ঘন্টা হৃদরোগের যে কোন সমস্যার চিকিৎসা দিতে সক্ষম আমরা। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল করনারী কেয়ার ইউনিট আপনাদের জন্য সব সময় উন্মুক্ত। আপনারা হৃদরোগ সংক্রান্ত যে কোন সমস্যায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের করনারী কেয়ার ইউনিটে যোগাযোগ করতে পারেন ’

আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার সব কিছু করার পরে আমরা নতুন ভাবে হৃদরোগে আক্রান্তদের জন্য সিসিইউ চালু করেছি। এবং সেটা যাতে সবার সাধ্যের মধ্যে হয় সেজন্য আমরা স্বল্প খরচে এটা চালু করেছি। রোগীরাও এই সেবা পেয়ে খুবই খুশি। অন্যান্য জায়গার চেয়ে আমাদের এখানে সিসিইউ এর যে বিল সেটা অনেক কম। যে কারনে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে আসছে।’

দেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে আশঙ্কাজনকহারে। ব্যয়বহুল এ রোগের চিকিৎসার অভাবে অকালে মৃত্যু হচ্ছে রোগীর। তাই হৃদরোগে আক্রান্তদের সাধ্যের মধ্যে মানসম্মত সেবা দিচ্ছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।