দেশে আরো ৯ জনের ওমিক্রন শনাক্ত

দেশে আরো ৯ জনের ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

বাংলাদেশে আরো নয়জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার ১১ জনের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়।

১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। এ দিন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশী দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।

ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) এর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে জিআইএসএআইডি এ ফলাফল পেয়েছে।

এদিকে গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্ত আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহে ছয় হাজার তিন শ’ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এর আগের সপ্তাহের তুলনায় তিন হাজার ৩৭৬ জন বেশি।’

তিনি বলেন, একই সময়ে ২৩ জন করোনা রোগী মারা গেছেন যা এর আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।

সূত্র : ইউএনবি