আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের

আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের

আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের

আফগানিস্তানে উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী আইএসের ঘাঁটি রয়েছে বলে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার।

তালেবান সরকারের উপ-মুখপাত্র বেলাল কারিমি রহমানের এ সংক্রান্ত বক্তব্য নাচক করে দিয়েছেন। খবর আফগান বার্তা সংস্থা আওয়া।

এক টুইটার বার্তায় কারিমি বলেছেন, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে ইমাম আলী রহমান যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। কাবুল এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, তাজিকিস্তান বা অন্য কোনো দেশকে আফগানিস্তানের ভূমি থেকে কেউ হুমকির মুখে ফেলতে পারবে না।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট সোমবার আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অন্তত ছয় হাজার আইএস যোদ্ধা অবস্থান করছে।

গত বছরের ১৫ আগস্ট তালেবান কর্তপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আইএস জঙ্গিদের সঙ্গে তালেবান সেনাদের বহু স্থানে সংঘর্ষ হয়ে আসছে। এছাড়া, তালেবান ক্ষমতায় আসার পর বেশ কিছু সন্ত্রাসী হামলার দায়িত্বও স্বীকার করেছে আইএস।

এরই মধ্যে আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার বিষয়টি নাকচ করে দিল তালেবান কর্তৃপক্ষ।

সুত্র : পার্সটুডে