ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সড়ক পরিবহন মন্ত্রণালয় এই আশ্বাস দিয়েছে।

এ ব্যাপারে আগামী ২৬ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস পরিবহন মালিক-শ্রমিক ও চেম্বার অব কমার্স নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শঙ্কর সাহা প্রমুখ।

পরিবহন নেতারা জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।