কুষ্টিয়ায় কিশোর বিধান হত্যাকারীদের শাস্তি দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় কিশোর বিধান হত্যাকারীদের শাস্তি দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় কিশোর বিধান হত্যাকারীদের শাস্তি দাবীতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় কিশোর সাগর আহমেদ বিধান হত্যার বিচার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ রোববার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের জুগিয়া সবজি ফার্ম পাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ছাড়াও নিহতের স্বজন, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এসময় তারা বিধান হত্যাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।

গত ১৮জানুয়ারী বিকেলে নিখোঁজের ১০দিন পর হাতপা বাধা অবস্থায় বিধানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ হত্যা ঘটনায় জড়িত অভিযোগে ৩কিশোরকে গ্রেপ্তার করা হয়। বিধান জুগিয়া এলাকার আব্দুল গণির ছেলে।