২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি

২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি

ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই উন্নতির দিকে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ জন। তাদের মধ্যে রাজধানীতে ৩ জন এবং অন্যান্য বিভাগে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন ডেঙ্গুরোগী। এর মাঝে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১২০ জন।

গেল বছরে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। যার মধ্যে মারা গেছেন ১০৫ জন।