আদ্-দ্বীনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প

আদ্-দ্বীনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প

ছবি: নিউজজোন বিডি

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় গফরগাঁও হাতিখোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছানি অপারেশন ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।  

ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত রোগী এ ক্যাম্পের মাধ্যমে চক্ষু সেবা গ্রহণ করেন।

৮ নং গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকনের ব্যবস্থাপনায় ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে আদ্-দ্বীন নিরলস পরিশ্রম করছে। আমাদের ভালো কাজগুলো হওয়া উচিত মহান আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তাহলে আমরা সফল হতে পারবো।আপনাদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদ্-দ্বীন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা পালন করছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবা পেয়ে দেশের অসংখ্য মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।