রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুই রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই দুজন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। অন্যজন মারা গেছেন ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরও ৪৪টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। ১০৪ থেকে বেড়ে এই ইউনিটের শয্যা এখন ১৪৬টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

এদিকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৫ জনের। করোনা শনাক্তের হার ৪২.৪০ শতাংশ।