হাসপাতালে ভর্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর

হাসপাতালে ভর্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর

হাসপাতালে ভর্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর

হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলাম। করোনা থেকে সুস্থ হওয়ার পর শারীরিক নানা সমস্যার কারণে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। বিচারপতি মো: শাহিনুর ইসলাম শ্বাসকষ্টসহ করোনা-পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে অবকাশ যাপনে যুক্তরাষ্ট্র গিয়ে করোনায় আক্রান্ত হন বিচারপতি মো: শাহিনুর ইসলাম। গত ১৭ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি তিনিও করোনায় আক্রান্ত হন।

সেখানে তার ছেলের বাসায় অবস্থান করে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরে গত ৩১ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। সুস্থ হলেও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন এ বিচারপতি।বিচারপতি মো: শাহিনুর ইসলাম ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।