ফেসবুকের নিউজফিড থেকে বাদ পড়ল ‘নিউজ’ শব্দ

ফেসবুকের নিউজফিড থেকে বাদ পড়ল ‘নিউজ’ শব্দ

ফাইল ছবি

ফেসবুকের নিউজফিড থেকে বাদ পড়ল ‘নিউজ’ শব্দটি। এখন থেকে নিউজফিডকে শুধু ‘ফিড’ বলতে হবে। ১৫ বছর পর এই বদল এলো। 

গত মঙ্গলবার ফেসবুকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের। 

খবরে বলা হয়, ফেসবুক কর্তৃপক্ষ বলেছে- এটি কেবল নামের পরিবর্তন। ফেসবুকের ফিড হিসেবে মানুষ যে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান, তা তুলে ধরতেই এ পরিবর্তন। এ পরিবর্তনের ফলে ফেসবুক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।