কুষ্টিয়ায় ঘরছাড়া পরিবার, বিচার দাবীতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় ঘরছাড়া পরিবার, বিচার দাবীতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় ঘরছাড়া পরিবার, বিচার দাবীতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিনপাড়ায় বাড়ির জমি দখল করতে প্রতিপক্ষরা একটি পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। হামলার ভয়ে বাড়ি ছেড়ে ওই পরিবার থাকছে অন্যত্র । সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবী করেন তারা। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া আদালত প্রাঙ্গনের গণমাধ্যম সেন্টারে এই সংবাদ সম্মেলনে তিন কন্যাকে পাশে নিয়ে বক্তব্য তুলে ধরেন মা বেগম রোকেয়া।

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তারিখে তার বাড়ি ঘর দখল করতে প্রতিপক্ষ মিনহাজুল ইসলাম মীরা ও আব্দুল কুদ্দুস গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। বাড়ি থেকে তাদের বের করে দিয়ে ভাংচুর করে ও গাছপালা কেটে জমি দখলে নেয়। অথচ এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভূগী পরিবার।

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। আইন লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।