ফাইভ-জি চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ফাইভ-জি চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

দেশে দ্রুত সময়ের মধ্যে ফাইভ-জি সেবা চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফোর-জি সেবাকেও আরও শক্তিশালী করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে হওয়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জানান, সকল সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে একনেকে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলোতেও একই বিষয়ে নজর দেয়ার নির্দেশনাও দিয়েছেন।

তারা আরও জানান, দেশের বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে সরে আসতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভর্তুকি দেয়া থেকে সরে আসার জন্য কৌশল বের করার পরামর্শও দেন তিনি।

এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার জন্য দ্রুত উদ্যোগ নিতেও একনেকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।