পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষকদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণ ও শতভাগ উৎসব ভাতা সহ পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করেছে প্রধান শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।

আজ সকাল সাড়ে দশটার সময় প্রধান শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরীর সামনে ঘণ্টাব্যাপী এ  শিক্ষক মানববন্ধনে বক্তারা বেসরকারি আমলে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীকে স্বপদে আত্তীকরণ, প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে পদ ভিত্তিক গ্রেডেশন তালিকা অন্তর্ভুক্তি করা সহ পাঁচ দফা দাবির সাথে শতভাগ উৎসব ভাতা এবং পেশাকে জাতীয়করণ করার দাবিতে বক্তব্য রাখেন তারা।

জেব উন নেছা সবুজের সভাপতিত্বে এ শিক্ষক মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আনারুল ইসলাম, এনামুল হক, রাশেদুল ইসলামসহ প্রধান শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সকল নেতা কর্মী বৃন্দ।