দুই ছেলেসহ সাংবাদিক মানিক লাল দত্তের ইসলাম গ্রহণ

দুই ছেলেসহ সাংবাদিক মানিক লাল দত্তের ইসলাম গ্রহণ

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মানিক লাল দত্ত নামের এক সাংবাদিক তার দুই ছেলেসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে।  মানিক লাল দত্ত দৈনিক জলকথা পত্রিকার বার্তা সম্পাদক ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নীলফামারী জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে।

 গত ১৬ মার্চ নীলফামারী নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেভিট করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এফিডেভিটে তার পূর্বের নাম মানিক লাল দত্তের স্থলে বর্তমান নাম মো: মাহাদী হাসান (মানিক), বড় ছেলে শ্রী অর্নব দত্তের স্থলে বর্তমান নাম মো: মাহমুদ হাসান (অর্নব) ও ছোট ছেলে শ্রী সূর্য দত্তের স্থলে বর্তমান নাম মো: মাহতাব হাসান (সূর্য) রাখা হয়।

এফিডেভিট সম্পাদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মানিকের গ্রামের বাড়ী জলঢাকা ডাঙ্গাপাড়া জামে মসজিদের ইমাম আবু রায়হান।

সাংবাদিক মাহাদী হাসান (নওমুসলিম) জানান, পেশাগত কারণে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছি। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আকৃষ্ট হয়ে পড়ি ইসলাম ধর্মের প্রতি।

উল্লেখ, নীলফামারীর স্বনামধন্য সাংবাদিক মানিকের স্ত্রী কয়েক মাস আগে মারা যান।