আত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

আত্মীয় পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান আত্শীয় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের বিমান ভ্রমণ বন্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।  বিমান পরিবহন কর্মকর্তারা এ কথা জানান।

এদিকে সর্বশেষ এই নিষেধাজ্ঞার আগে বুধবার তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দুজন কর্মকর্তা রোববার জানান, তারা যেন একা ভ্রমণকারী নারীর বিমানে ওঠা বন্ধ করে দেয় সে নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা আরো জানান, তালেবান প্রতিনিধি, এই দুটি এয়ারলাইন এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে ক্ষমতায় ফেরার পর তালেবান নারী ইস্যুতে প্রথমে কিছুটা নমনীয় ভাব দেখালেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের নিষেধজ্ঞা আরোপ করতে শুরু করে। 

সূত্র: বাসস