ইউক্রেনে যুদ্ধে দেশ ছেড়েছে ৪০ লাখ নাগরিক

ইউক্রেনে যুদ্ধে দেশ ছেড়েছে ৪০ লাখ নাগরিক

ইউক্রেনে যুদ্ধে দেশ ছেড়েছে ৪০ লাখ নাগরিক

রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে অন্তত ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।বুধবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক টুইট বার্তায় এই তথ্য জানান।’টুইট বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর পাঁচ সপ্তাহে ৪০ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়েছে।’

টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি মাত্র ইউক্রেনে পৌঁছেছি। লভিভে কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করবো যে জাতিসঙ্ঘ ও অন্য সহযোগীরা অর্থহীন এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তু হওয়া লোকদের জন্য সাহায্য আরো কি ভাবে বাড়ানো যায়।’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি