ইমরানকে ৩ প্রস্তাব!

ইমরানকে ৩ প্রস্তাব!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়ে যেকোনো একটি গ্রহণ করতে বলেছে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি আরো বলেন, রোববার তিনি নতুন 'চমক' নিয়ে হাজির হবেন।

ইমরান খান শুক্রবার একটি বেসরকারি নিউজ চ্যানেলে বলেন, তাকে যে তিনটি বিকল্প দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন।
তিনি বরেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না।

প্রধানমন্ত্রী বলেন, তাকে ছেড়ে যাওয়া লোকজনকে নিয়ে বিরোধী দর সরকার পরিচালনা করতে পারবে না। ফলে আগাম নির্বাচনই অনেক ভালো বিকল্প হতে পারে।

অনাস্থা প্রস্তাব প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, রোববার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির সময় তিনি 'আরেকটি চমক' নিয়ে আসবেন।
ইমরান খান বলেন, কোনো অধিনায়ক তার কৌশল প্রকাশ করে না। তবে আমি আবারো বলছি যে এই অনাস্থা প্রস্তাব হলো একটি বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র।

তাকে হুমকি দেয়া মেমো প্রশ্নে ইমরান খান বলেন, একটি বিদেশী রাষ্ট্রের পাঠানো চিঠিটিতে বলা হয়েছে, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যেতে পারে না।
ইমরান খান দেশটির নাম প্রকাশ না করলেও তার কথিত ষড়যন্ত্রকারী রাষ্ট্র যে যুক্তরাষ্ট্র, তা বেশ পরিষ্কার।


সূত্র : জিও নিউজ