দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফল

দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফল

ছবি: সংগৃহীত

খুচরা ফল বিক্রেতা সিন্ডিকেট পাইকারি বাজার থেকে কম মূল্যে ফল কিনলেও খুচরা পর্যায়ে প্রায় দ্বিগুণ দরে তা বিক্রি করছে। তদারকি না থাকায় পরিস্থিতি এমন হয়েছে। এতে রোজা উপলক্ষ্যে ফল কিনতে গিয়ে ক্রেতার পকেট কাটা যাচ্ছে।

ফল কিনতে ক্রেতারা হতবাক হয়ে পড়ছে। রাতারাতি কিভাবে ফলের দাম এমন বৃদ্ধি হতে পারে? তবে খোজ নিয়ে জানা গেছে পাইকারি থেকে খুচরা বিক্রেতারা কমদামে ফল কিনছে।