এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বুকে ব্যথা নিয়ে দু’জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।মৃতরা হলেন মোহাম্মদ রফিক (৫৪) ও বাবুল মিয়া (৩৮। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।এ নিয়ে চার দিনের ব্যবধানে কারাগারে যুবদল নেতাসহ চারজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, মারামারি মামলায় গ্রেফতার হয়ে হালদা ওয়ার্ডে থাকা রফিক সেহরি খেয়ে ঘুমাতে গেলে ভোর সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাসহ শরীর খারাপ লাগার কথা জানান। তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পরপরই মাদক মামলার আসামি বাবুল মিয়া নামে আরেক হাজতির ব্যথা উঠলে তাকেও কারা হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এক ঘণ্টার ব্যবধানে সকালে দুই হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গত ৩০ মার্চ অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহজাহান (৪৩) কারাগারে মারা যান। পরদিন ৩১ মার্চ দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবসার নামে আরো এ কয়েদির মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি