বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্য দেশগুলোর মতো আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২। এবারের প্রতিপাদ্য: আওয়ার প্লানেট, আওয়ার হেলথ (সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য। দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দেশের প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের উপযোগী দূষণমুক্ত পরিবেশ গড়ার মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।

কর্মসূচি : দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনাসভা হবে। স্বাস্থ্যবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও আলোচনাসভা ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও র‌্যালি, মানববন্ধন, সেমিনারসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।