তিন দাবিতে গণভবনের সামনে দাঁড়াবেন সোহেল তাজ

তিন দাবিতে গণভবনের সামনে দাঁড়াবেন সোহেল তাজ

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তিন দাবি আদায়ে আগামী রোববার গণভবনের সামনে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সোহেল তাজের তিন দাবির মধ্যে রয়েছে-১০ এপ্রিল সরকারিভাবে রিপাবলিক ডে পালন, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সামরিক-বেসামরিক সংগঠক ও যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে তাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং ৩ নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন।

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তিন দাবি আদায়ে আগামী রোববার গণভবনের সামনে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ওইদিন বিকালে তিনি প্ল্যাকার্ড হাতে দাঁড়াবেন। এরপর তিন দফা দাবি সংবলিত আবেদন (স্মারকলিপি) প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন তিনি।

রোববার বিকালে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে প্ল্যাকার্ড হাতে গণভবন পর্যন্ত হেঁটে যাবেন সোহেল তাজ। এই প্ল্যাকার্ডে লেখা থাকবে তার তিন দাবি। গণভবনের সামনে পৌঁছে তিনি অবস্থান গ্রহণ করবেন। পরে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কাছে তিনি স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন।