অবসর ভেঙে ফিরে আসছেন মোহাম্মদ আমির!

অবসর ভেঙে ফিরে আসছেন মোহাম্মদ আমির!

পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির

অবসর ভেঙে ফিরে আসছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। দেশটির গণমাধ্যম ঠিক এমনটিই দাবি করছে।

রোববার জিও নিউজ জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা যদি নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন, তাহলে হয়তো আমের ফিরে আসতে পারেন।

মোহাম্মদ আমের পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-২০ খেলেছেন। কিন্তু কোচিং স্টাফদের সাথে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

তখন এক টুইট বার্তায় এক তারকা পেসার জানিয়েছিলেন, যদি পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে পরিবর্তন আসে তাহলে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী আছেন।

মিসবাহ ও ওয়াকার পাকিস্তানের কোচিং স্টাফে থাকলে খেলা অসম্ভব জানিয়ে আমির বলেছিলেন, ওয়াকার ইউনুস অবশ্যই একজন কিংবদন্তি, মিসবাহ দুর্দান্ত অধিনায়ক ছিলেন। কিন্তু কোচিংয়ের ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। মাঠে কোচিং করানোর আগে শেখা জরুরি, প্রয়োজনীয় শিক্ষা নেয়া জরুরি। আমি বলছি না যে, পিসিবির উচিত তাদের সরিয়ে দেয়া। তবে এখনকার কোচিং স্টাফদের যে মানসিকতা, এ অবস্থায় আমি জাতীয় দলে খেলতে পারব না।

সূত্র : জিও নিউজ