গ্রীস্মে ন্যাটোতে যোগ দিতে পারে সুইডেন ও ফিনল্যান্ড

গ্রীস্মে ন্যাটোতে যোগ দিতে পারে সুইডেন ও ফিনল্যান্ড

ছবি: সংগৃহীত

সুইডেন ও ফিনল্যান্ড এই গ্রীস্মেই ন্যাটোতে যোগ দিতে পারে। টাইমস সংবাদপত্র তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে। খবর তাস’র।

এই নিউজ আউটলেট জানায়, তারা আশা করছে ফিনল্যান্ড তাদের সদস্যপদের জন্য আগামী জুনে আবেদন করবে এবং সুইডেনও একই পথ অনুসরণ করবে।

তাদের সূত্র জানায়, সুইডেন ও ফিনল্যান্ড ঘরোয়ভাবে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে একত্রে কাজ করছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সীদ্ধান্ত প্রত্যেক দেশ স্বাধীনভাবে গ্রহণ করবে।

এর আগে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলু জানান, ব্রাসেলসে গত ৬ ও ৭ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে উল্লেখযোগ্য আলোচিত বিষয়গুলোর মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অন্যতম ছিল।