পিরোজপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু

পিরোজপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু

ছবি:সংগৃহীত

প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের তিনটি উপজেলায় ভোট গ্রহন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে একেবারে ফাঁকা। ভোটারদের উপস্থিতি দিনের শুরুতে নেই বললেই চলে।

এই তিন উপজেলায় ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় ২১টি ইউনিয়ন রয়েছে। ৩টি উপজেলায় ৯টি পদের বিপরীতে মোট প্রার্থী রয়েছে ৩৪ জন। এ ৩টি উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৯৭৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৭৪৯ জন  এবং নারী ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ২২৮ জন।

জেলা নির্বাচন অফিসার ও রির্টার্নি অফিসার মো: মিজানুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি, আর্ম পুলিশ, সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে।