খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

খাদের কিনারা থেকে কোনোমতে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে ভিনিসিউস-বেনজেমা জুটিতে ভর করে উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল। তবে প্রথম লেগের ৩-১ ব্যবধানে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

রিয়ালকে তাদেরই মাঠে ফ্যাকাসে করে তুলতে যা যা দরকার ছিল, ৯০ মিনিটে ঠিক তাই তাইই করে দেখাল চেলসি। ম্যাসন মাউন্টের গোলে আত্মবিশ্বাসী শুরুর পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে গতবারের চ্যাম্পিয়নরা। পুরো মাঠেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে আন্টোনিও রুডিগারের লক্ষ্যভেদের পর টিমো ভেরনারের দারুণ গোলে চালকের আসনে বসে যায় তারা।