বিহারে পুলিশ হেফাজতে স্বামী-স্ত্রীর মৃত্যু : থানায় আগুন উত্তেজিত জনতার

বিহারে পুলিশ হেফাজতে স্বামী-স্ত্রীর মৃত্যু : থানায় আগুন উত্তেজিত জনতার

ছবি:সংগৃহীত

ভারতের বিহারের আরারিয়া জেলায় এক ব্যক্তি ও তার স্ত্রী পুলিশ হেফাজতে মারা গেছেন এমন অভিযোগ ওঠায় উত্তেজিত এলাকাবাসী পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে। খবর এনডিটিভির।

স্ত্রী মারা যাওয়ার দুই দিন পর ১৪ বছর বয়সী শ্যালিকাকে বিয়ে করেন ওই যুবক। এরপরই বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। ভারতীয় আইন অনুযায়ী মেয়েদের বয়স ১৮ না হলে বিয়ের করার অনুমতি নেই। 

স্থানীয়রা জানিয়েছে, তারা বিয়ে করার পরই পুলিশ তাদের থানায় ধরে নিয়ে যায়। এরপর তাদের নির্যাতন করা হয়। এতেই তাদের মৃত্যু হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, পুলিশের লকআপে একটি কাপড়ের সঙ্গে এক ব্যক্তি ঝুলছে। 

এক পর্যায়ে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী ওই পুলিশ স্টেশনে পাথর নিক্ষেপ করে। পরে তারা থানায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। 

থানায় আগুন দেয়ার ঘটনা শোনার পরই অন্যান্য থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে উত্তেজিত জনতা থানায় আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করছে। নির্যাতনের কারণে ওই দম্পতির মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।