কুষ্টিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত

কুষ্টিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত

ছবি- নিউজজোন বিডি

কুষ্টিয়া প্রতিনিধি:   মঙ্গল প্রদীপ প্রজ¦লন, আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বর্ষবরণ উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক চত্বর থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসন চত্বরের বনবিথিতে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা মহামরির কারণে দীর্ঘ দুই বছর খোলামেলা বর্ষবরণ উৎসব করতে পেরে সকলে আনন্দিত বলে সভায় বক্তারা উল্লেখ করেন।  সকাল ৯টায় পৌর পুকুরে মেয়র আনোয়ার আলী মঙ্গল প্রদীপ প্রজ¦লন করে নতুন বছরকে বরণ করে নেন। এরপর পৌর বটমুলে দিনব্যাপী আবহামান গ্রাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এ সব অনুষ্ঠানে নারী, যুবক, শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।