অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানায় আগুন, নিহত ৬

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো ১২ জন।

বুধবার দিবাগত মধ্যরাতে পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে এক ওষুধ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ আগুন লেগে যায় ফার্মাসিউটিক্যাল কারখানার প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটে। এ সময় রাতের শিফটে কাজ করছিলেন অনেক শ্রমিক। আগুনের তেজ এতটাই বেশি ছিলো যে, সেখানে কর্মরত শ্রমিকরা বের হতে পারেননি। নিহতদের মধ্যে চারজন পরিযায়ী শ্রমিক। সকলেই বিহারের বাসিন্দা। আহতদের মধ্যেও বেশ কয়েকজন বিদেশী শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ এবং কম আহতদের জন্য দুই লাখ টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছেন সরকারের তরফ থেকে।

এছাড়াও জেলার পুলিশ সুপার এবং জেলা কালেক্টরকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। কিভাবে গ্যাস লিক হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : ডয়েচে ভেলে