ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া

ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া

ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রুশ সেনাবাহিনী। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে পার্সটুডে।

ইউক্রেনের ওডেসা বন্দরের পাশে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনোশেনকভ এ তথ্য জানান।তিনি বলেন, ওডেসা বন্দরের কাছে রাশিয়ার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমানটি ভূপাতিত করা হয়। পশ্চিমা দেশগুলোর দেয়া বিপুল পরিমাণ অস্ত্র এ বিমানে বহন করা হচ্ছিল।

এদিকে গত ২৪ ঘন্টায় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ৬৭টি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। কোনাশেনকভ জানান, রাশিয়ার সেনারা ৩১৭টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে যার মধ্যে ২৭৪টি ইউক্রেনের সেনাদের শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

এছাড়া, ২৪টি কমান্ড পোস্ট ও দু’টি জ্বালানি সংগ্রহের স্থাপনা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দু’টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

সূত্র : পার্সটুডে