চলে গেলেন প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামি

চলে গেলেন প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার সামি

বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ক্রিকেটার সামিউল ইসলাম সামি

ব্রেন টিউমারের সাথে হার্ট অ্যাটাক ও স্ট্রোক জনিত জটিলায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ক্রিকেটার সামিউল ইসলাম সামি (৬৮) মারা গেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক এই ক্রিকেট তারকা।

ক্রিকেটকে বিদায় বলার পর আম্পায়ারিং ও ম্যাচ রেফারিংয়ের সাথে জড়িত ছিলেন সাবেক এই পেসার। ও আন্তর্জাতিক ক্যারিয়ারটা অবশ্য খুব বড় হয়নি সামির। খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করেন ম্যাচ রেফারি হিসেবে। ফার্স্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।

এই ক্রিকেট ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। তাৎক্ষণিকভাবে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে।