আফগানিস্তানের ৩ স্থানে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের ৩ স্থানে বিস্ফোরণ, নিহত ৫

আফগানিস্তানের ৩ স্থানে বিস্ফোরণ, নিহত ৫

তিনটি পৃথক বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল, বালখ প্রদেশের মাজার-ই-শরিফ এবং কুন্দুজ প্রদেশের কুন্দুজ সিটি। বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে।

এ খবর দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানী কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট-৫ (পিডি৫) এলাকায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দুটি শিশু সামান্য আহত হয়েছে।

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে মাজার-ই-শরিফের শেহ দোকানের একটি মসজিদে। আবু আলি সিনা-ই-বালখ জেলা হাসপাতালের প্রধান গউসউদ্দিন আনসারি জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে।তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা অনেক।

এদিকে, কুন্দুজের প্রাদেশিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র উবায়দুল্লাহ আবিদি সেখানকার সরদাওয়ার এলাকায় একটি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তবে সে বিস্ফোরণে হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।