চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সাল থেকে স্নাতকে ভর্তির জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পান না শিক্ষার্থীরা। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগের দাবিতে কয়েক দফা মানববন্ধনও করেছেন তাঁরা। তবে ডিনস কমিটির সভায় দ্বিতীয়বার পরীক্ষা না নেওয়ার আগের সিদ্ধান্ত বহাল রাখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ডিনস কমিটির ওই সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, যাঁরা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই কেবল এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পাশাপাশি মানোন্নয়নের মাধ্যমে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে ডিনস কমিটির সভা শুরু হয়। চলে বেলা তিনটা পর্যন্ত। সভাপতিত্ব করেন উপাচার্য শিরীণ আখতার। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন।