সংঘাত উপেক্ষা করে আল আকসায় জুমআ নামাজে লাখো ফিলিস্তিনি!

সংঘাত উপেক্ষা করে আল আকসায় জুমআ নামাজে লাখো ফিলিস্তিনি!

সংগৃহীত

জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক সপ্তাহ ধরেই চলছে ইসরায়েলের আগ্রাসন। এমনকি আজ শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে ৩১ ফিলিস্তিনি। জেরুজালেম ইসলামিক ওয়াকফর দাবি, এর মধ্যেও সব বাধা অতিক্রম করে রমজানের তৃতীয় জুমায় আল আকসায় হাজির হয়েছিল দেড় লাখ ফিলিস্তিনি।

আল আকসায় জুমার নামাজ আদায় করতে আসা ফিলিস্তিনি রানা মোহাম্মদ বলেন, ‘আমি মনে করি সবার (ফিলিস্তিনিদের) জেরুজালেম ও আল আকসায় আসা জরুরি। এখানে আসলে আপনি অস্তিত্ব অনুভব করবেন, জেরুজালেমের প্রতি আপনার দায়িত্ব অনুভব করবেন। আমাদের শিশুদের জানানো উচিত যে এটা আমাদের ভূমি, আল আকসা আমাদের ধর্ম।’

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ সময়ে এখানে আসতে পারি না।  সুতরাং এই মুহূর্তের জন্য মিনিটের পর মিনিট গুণে অপেক্ষা করতে হয়। এই অনুভূতি সত্যিই অবিশ্বাস্য।’

রমজান মাসে পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজার মানুষদের যে কোনও সময় আল আকসায় প্রবেশের সুযোগ পায়। বছরের বাকি সময় সেই সুযোগ থাকে না। তাই এমন সুযোগ হাতছাড়া করতে রাজি নন অনেক ফিলিস্তিনি।