বুধবার থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১ ফেরি

বুধবার থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ২১ ফেরি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী বুধবার থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ২১টি ফেরি।

আজ সোমবার সকালে একথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান। 

তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি রয়েছে। বুধবারের মধ্যেই এরুটে আরও ৩টি ফেরি যুক্ত করা হবে। ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাধীনতা পরবর্তী সময়ের এ বছর সর্বোচ্চ সংখ্যক ফেরি চলাচল করবে। ঈদের ৫দিন আগের থেকে অপচনশীল দ্রব্য বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পণ্য ও কাঁচামালবাহী ট্রাক চলাচল করবে। সব কিছু মিলিয়ে ২১টি ফেরি চলাচল করলে যাত্রী ও চালকদের তেমন ভোগান্তি হবে না।