বিএনপি’র মুখে নিরপেক্ষ সরকারের কথা মানায় না : হানিফ

বিএনপি’র মুখে নিরপেক্ষ সরকারের কথা মানায় না : হানিফ

বিএনপি’র মুখে নিরপেক্ষ সরকারের কথা মানায় না : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন গুম খুনের রাজনীতি কখনো আওয়ামী লীগ করেনা বরং বিএনপি বিভিন্ন সময়ে গুম খুনের ঘটনার সাথে জড়িত। তিনি আজ রোববার দুপুরে তাঁর কুষ্টিয়াস্থ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। হানিফ বলেন বিএনপি তাদের অপকর্ম অন্যের ঘাড়ে চাপানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিএনপি’র এমন দাবী প্রসঙ্গে হানিফ বলেন বিএনপি’র মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা মানায় নায় বরং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ সরকার প্রসঙ্গে নেতিবাচক মত পোষন করেছিলেন।

দ্রব্যমুল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে হানিফ বলেন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা অতিরিক্ত মুনাফার আশায় পন্য মজুতের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। বিশেষ করে রোজাকে সামনে রেখে তাদের তৎপরতা বেড়ে যায়। এটি অত্যন্ত দু:খজনক। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।