চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

বাংলাদেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিন থেকে আরবি ১৪৪৩ হিজরি সন গণনা শুরু হবে।

রোববার (১ মে) ৭টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রোববার (০১ মে) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসে কমিটি। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।