হৃদরোগ উপশম করবে অর্জুন

হৃদরোগ উপশম করবে অর্জুন

ছবি: সংগৃহীত

অর্জুন গাছের অনেক গুণ রয়েছে। এর মধ্যে হৃদরোগ উপশম একটি। এ জন্য অর্জুনের ছাল ব্যবহৃত হয়। রক্তে নিম্নচাপ থাকলেও অর্জুনের ছালের রস সেবনে উপকার মেলে। ক্ষয়কাশে অর্জুনের ছালের গুঁড়ো বাসক পাতার রসে ভিজিয়ে ঘি ও মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

কাঁচা অর্জুনের ছাল পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে পিষে ঠাণ্ডা পানিসহ দিনে দুইবার খেলে রক্ত আমাশয়ে বিশেষ উপকার মেলে। বিচূর্ণ ফল রক্তচাপ কমায়, মূত্রবর্ধক হিসেবে এবং লিভার সিরোসিস টনিক হিসেবে কাজ করে। এই ছাল মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটি মাড়ির রক্তপাত বন্ধ এবং জ্বর রোধক হিসেবেও কাজ করে।